চরম দারিদ্রতাকে হার মানিয়ে মেডিকেল পড়ার সুযোগ পেলেন বাগেরহাটের চিতলমারী উপজেলার নিভৃত পল্লীর মেয়ে সুপ্রিয়া অীধকারী। কৃষক কণ্যা সুপ্রিয়ার মেধাই ছিল একমাত্র সম্বল ।
সুপ্রিয়ার বাবা অনিমেষ অধিকারী একজন হতদরিদ্র কৃষক হওয়ায় কোন প্রাইভেট বা কোচিং করার সার্মথ্য তার ছিল না।
অনলাইন নিউজ পোর্টাল এবেলা ডটকম জানায়, সুপ্রিয়া স্থানীয় কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছিল । সুপ্রিয়া ২০১৮ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় ফরিদপুর মেডিকেল কলেজে সুযোগ পেয়েছে। সে চিতলমারী কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রী কলেজ থেকে ২০১৭ ও ১৮ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কলেজ ছাত্রী নির্বাচিত হয়েছিল এবং ২০১৮ সালে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে এইচএসসি পাশ করে। এসএসসি’তেও সুপ্রিয়া গোল্ডেন জিপিএ ৫ পেয়েছিল।
মুঠোফোনে কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ স্বপন কুমার রায় জানান,সুপ্রিয়াকে নিয়ে তিনি অসম্ভব গর্বিত ।
সুপ্রিয়ার বাবা অনিমেষ অধিকারী বলেন, অভাবের সংসারে সন্তানরা তার আশার আলো। দারিদ্রের কারণে তিনি ছেলে-মেয়েকে প্রাইভেট ও কোচিংএ দিতে পারেননি। তারপরও তিনি মেয়ের এ সাফল্যের জন্য সকলের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন।
(ডেস্ক/ সুতীর্থ /ঝাস)