রাজাপুর উপজেলার বাদুরতলা বাজারে ৬টি দোকান আগুণে পুড়ে গেছে। সোমবার দিবাগত রাত তিনটার দিকে আগুন লাগে।এতে কবির হোসেন, মোঃ হেমায়েত উদ্দিন, বুলু, বলাই শীল, সোহরাব মেকার, ডাঃ মোঃ শাহ আলম এর চেম্বর সহ মুদি মনোহরী, কসমেটিকস দোকান পুড়ে গেছে।
(সময়ডেস্ক)