www.jhalokathisomoy.com
মুক্তচিন্তার অনলাইন সংবাদপত্র, ঝালকাঠি, ২০ ফেব্রুয়ারী, ২০১৯, ৮ ফাল্গুন, ১৪২৫
শিরোনাম

ছবির কথা: ঝালকাঠিতে উন্নয়ন মেলার ছবিগুচ্ছ

ছবির কথা | October 5, 2018 - 2:16 pm

উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ স্লোগানে ঝালকাঠিতে শুরু হয়েছে তিনদিন ব্যাপি ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা। জেলা শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জমকালো আয়োজনে এ মেলা বসেছে বৃহস্পতিবার সকালে।

হাতি আর লাঠি খেলার নান্দনিক আয়োজনে শহরে স্মরণকালের সবচে বড় র‌্যালিও বের হয় মেলা উপলক্ষে।শিক্ষার্থীদের একাধিক ব্যান্ড দলসহ ১০ হাজার মানুষের ঢল নামে এ র‌্যালিতে। আর মেলা চত্বরে ৮৩টি স্টেল জমে নানা আয়োজনের পসরা।

মেলায় অসংখ্য শিশুরা দোলনায় চড়ে আনন্দ উপভোগের সুযোগ পায়। আর কিশোরীদের কাবাডি প্রতিযোগিতা ছিলো বিশেষ আয়োজন।সেই সাথে নাগর দোলায় দোল খেতে খেতে কিশোর-তরুণ সবাই ছিলো উচ্ছ্বাসিত।  শনিবার রাতে  মেলা ভাঙবে। সেই গল্প ছবিতে। সবগুলো ছবি তুলেছেন আমাদের প্রধান চিত্র সাংবাদিক মিজানুর রহমান রায়হান।

 

মুক্তচিন্তার যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এ সাইটের তথ্য বা ছবি ব্যবহার করতে পারবেন, তবে সে ক্ষেত্রে তথ্য সূত্র উল্লেখ করতে হবে-সম্পাদক ঝালকাঠি সময়।