নলছিটি থেকে হারিয়ে যাওয়া শিশু লিমাকে (৭) রাজাপুর উপজেলার সাউদপুর ব্রীজে এলাকায় গত ২৫ আগষ্ট রাতে কুড়িয়ে পেয়েছিল স্থানীয়রা।শিশুটিকে উদ্ধার করে স্থানীয়রা রাজাপুর সদর ইউনিয়নের ইউপি সদস্য মো: দেলোয়ার হোসেনর কাছে নিয়ে আসে।
দেলোয়ার হোসেন শিশুটির কোন ঠিকানা খুজেঁ না পেয়ে রাজাপুর থানায় আনেন। আর তখন স্থানীয় সংবাদ কর্মীদের ফেসবুক এবং পত্রিকাসহ ওসি রাজাপুর থানা নামের ফেসবুক আইডিতে বিষয়টি প্রচারকরা হয়।আর তা শিশুটির পরিবার দেখতে পেয়ে তাকে পেতে আজ ২৭ আগস্ট সকালে রাজাপুর থানায় হাজির হয়।রাজাপুর থানা পুলিশ সঠিক পরিচয় যাচাই বাচাই করে শিশুটিকে তার পরিবারের হাতে তুলে দেয়।
শিশু লিমা নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বাড়ইকরণ গ্রামের মো:আজিজ মোল্লার মেয়ে। সে গত শনিবার ২৫ আগস্ট বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়।
(মোঃ সাইদুল ইসলাম/বাস/সময়)